ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
“আসুন বন্যার্তদের পাশে দাঁড়াই, ভালবাসার হাত বাড়াই” এমন শ্লোগানে গাজীপুরের কালিয়াকৈরে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে বিনা পারিশ্রমিকে চলছে মানবতার কনসার্ট।
বন্যার্তদের সহযোগিতা করতে ৯ দিন ব্যাপী এমন ভিন্ন আয়োজন করে জুয়েল এন্ড ফ্রেন্ডস নামে একটি ব্যান্ড। তাদের গানে আনন্দ পেয়ে বানবাসীদের জন্য আর্থিক সহযোগিতা করছেন বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।
এলাকাবাসী ও আয়োজক সূত্রে জানা গেছে, ভারতের বাঁধ খুলে দেয়ায় বাংলাদেশের বিভিন্ন জেলার বেশ কয়েকটি অ লে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। প্রায় এক সপ্তাহের বেশি সময় বন্যার পানিতে নাজেহাল এসব অ লের মানুষেরা। তাদের সর্বাত্বক সহযোগিতার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে অর্ন্তবর্তীকালীন সরকার।
এছাড়াও বানবাসীদের সহযোগীতায় এগিয়ে গেছেন সেনা বাহিনী, পুলিশ, র্যাব, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী, বিএনপি, জামায়াত ইসলাম, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ। কিন্তু আট-নয় দিন ধরে তাঁরা পানিবন্দী থাকায় বন্যাকবলিত এলাকায় পরিধেয় কাপড়, বিশুদ্ধ পানি, ঔষধ সংকট দেখা দিয়েছে। ফলে তাদের সহযোগিতায় এগিয়ে যাচ্ছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শিক্ষার্থীসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের লোকজন।
বন্যার্তদের সহযোগিতার লক্ষ্যে গত ২৬ আগস্ট বিকেলে কালিয়াকৈর বাসস্টেশন এলাকায় বিনা পারিশ্রমিকে মানবতার কনসার্টের আয়োজন করে জুয়েল এন্ড ফ্রেন্ডস।
গত বুধবার বিকেলে উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় তাদের মানবতার কনসার্ট অনুষ্ঠিত হয়। সার্বিক সহযোগিতা করেছেন দেশী ইভেন্ট ম্যানেজমেন্ট, শাহিন সাউন্ড এন্ড লাইটিং, কালিয়াকৈর শাখা সুন্দরবন কুরিয়ার সার্ভিস, উপজেলার সর্বস্তরের জনগণ। সংগিত শিল্পীরা হলেন- জুয়েল হোসেন ওরফে বাউল জুয়েল, বাউল রেজা, বাউল শফিক, জনি, রবিন, জয়, তবারক হোসেন। মিউজিসিয়ান হিসেবে আসফি, রাশেদ, বিশ^জিৎ কর্মকার, কার্তিক সুমন, সাব্বির হোসেন, মিজানুর রহমান, হারুন অর রশিদসহ বেশ কয়েকজন সেচ্ছাসেবী সহযোগীতায় ছিলেন। এ কনসআর্টে বন্যার্তদের জন্য টানা ৩/৪ ঘন্টা দেশাত্বকবোধক, লালন গীতি, লোকগীতিসহ ব্যান্ডের বিভিন্ন গান গাওয়া হয়। আর তাদের গান আনন্দ পেয়ে বানবাসীদের জন্য আর্থিক সহযোগিতা করছেন বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ। এভাবে কালিয়াকৈর ও চন্দ্রা ত্রিমোড় এলাকায় তারা গান গেয়ে ত্রান সাহায্যের জন্য ২২ হাজার ২৫১ টাকা তুলেছেন। এছাড়াও বৃহস্পতিবার বিকেলে উপজেলার পল্লিবিদ্যুৎ এলাকায় এ মানবতার কনসার্ট অনুষ্ঠিত হবে। এভাবে বিভিন্ন এলাকায় মোট ৯ দিন মানবতার কনসার্ট চলবে। বন্যার্তদের সহযোগীতায় সবাইকে এগিয়ে আসার আহব্বান জানিয়েছেন মানবতার কনসার্ট আয়োজকরা। এদিকে বন্যার্তদের সহযোগিতায় তাদের মানবতার কনসার্ট নামে এমন ভিন্ন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
বন্যার্তদের সহযোগীতায় এগিয়ে আসার আহব্বান জানিয়ে জুয়েল এন্ড ফ্রেন্ডস এর পরিচালক জুয়েল হোসেন ওরফে বাউল জুয়েল জানান, বন্যার্তদের জন্যেই আমাদের গান। আগামী বুধবার পর্যন্ত আমাদের এ মানবতার কনসার্ট চলবে। আগামী বৃহস্পতিবার কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিবো। আর গান গেয়ে ত্রানের জন্য যে অর্থ সহযোগীতা পাচ্ছি, সেগুলো বানবাসি মানুষের মাঝে পৌছে দিবো। এছাড়াও যারা সহায়তা করছেন তাদের আন্তরিকভাবে ভালবাসা ও সাধুবাদ জানান বাউল জুয়েল।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহম্মেদ জানান, বিষয়টি শুনেছি। তবে বন্যার্তদের সহযোগিতায় এটা তাদের একটি ভাল উদ্যোগ।