বিগত আগস্ট মাসে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া গ্রামে দুটি বাড়ি, দুটি টিউবওয়েল ও একটি টয়লেট রোটারি ক্লাবের পক্ষ থেকে হস্তান্তর করা হয়।
রোটারি ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার সভাপতি রোটাঃ মজিজুল ইসলাম পাটোয়ারী ও রোটারি ক্লাব অব কুষ্টিয়ার সভাপতি রোটাঃ কে এম রুয়াইম রাব্বি আনুষ্ঠানিকভাবে ৪৫ দিন আগে বন্যায় ক্ষতিগ্রস্থ দুটি পরিবারকে ৪৫টি প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্যা দুর্গতদের পুনর্বাসন প্রকল্পের চেয়ারম্যান রোটাঃ শাহ জাবিদুল হক সাগর, রোটারি ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার সেক্রেটারি স্বাধীন আজাদ, প্রাক্তন সভাপতিবৃন্দ আব্দুল্লাহ হিল বাকী, আব্দুল মতিন, রেহান উদ্দিন, আতাউল মাসুদ রাজিব প্রমুখ।
রোটারি ক্লাব অব কুষ্টিয়ার পক্ষ থেকে উপস্থিত ছিলেন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ মোঃ জাহিদুল ইসলাম রনি, সেক্রেটারি রোটাঃ সাব্বির আল-আনসারী, ক্লাব ট্রেইনার রোটাঃ মোঃ ওবাইদুর রহমান, সার্জেন্ট-এট-আর্মস রোটাঃ মোঃ ফখরুল আলম মিলন, সার্ভিস প্রজেক্ট কমিটির চেয়ারম্যান রোটাঃ জাহিদ চৌধুরী, রোটাঃ মাসুদ পারভেজ, সৌহার্দ্য ফাউন্ডেশনের আকাশ, জাহিদ, ওয়াসিম প্রমুখ।
রোটারি ক্লাব অব ভিক্টোরিয়ার ৪০৬তম নিয়মিত সভা ও
রোটারি ক্লাব অব কুষ্টিয়ার ৩৯৫তম নিয়মিত সভা যৌথভাবে কুমিল্লা ক্যাপসিকাম পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সভায় বন্যা জয়ী ৭জন ইন্টার্যাক্টরকে সম্মাননা জানানো হয়।

Discussion about this post