Print Date & Time : 22 August 2025 Friday 11:48 pm

বন্যা দূর্গতদের তহবিল সংগ্রহে ‘সাবাশ বাংলাদেশ’ এর সাংস্কৃতিক পরিবেশনা

আবুল বাশার শেখ, ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় বন্যা দূর্গতদের তহবিল সংগ্রহে ‘সাবাশ বাংলাদেশ’ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলা স্মৃতিসৌধ চত্বরে ভালুকার সংস্কৃতি কর্মীদের ব্যানারে স্থানীয় শিশু-কিশোর সংগঠনের শিশু শিল্পি, স্থানীয় শিল্পী ও কবি-সাহিত্যিকদের পরিবেশনায় তহবিল সংগ্রহ করা হয়।

এ সময় কবি মাহ্দী হাসান খানের তত্বাবধানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সভাপতি ও ময়মনসিংহ জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, শিক্ষক -কবি সফিউল্লা লিটন, কবি-শিক্ষক সফিকুল ইসলাম খান, কবি-সংগঠক সফিউল্লাহ আনসারী, কবি-সাংবাদিক আবুল বাশার শেখ, কবি-গীতিকার চাষা জহির, সাংস্কৃতিক সংগঠক মওদুদ হাসান খান তন্ময়, হাসিবুল হাসান, শাহরিয়ার লাবিব শেখ, মকসুদুল মুমিনীন রাব্বি, পুলক শেখ, অপু কুমার, জয়া চক্রবর্তী, রিফাত খান প্রমূখ।

অনুষ্ঠানের সমন্বয়ক মাহাদী হাসান খান বলেন, দেশের বিভিন্ন স্থানে বন্যায় বিপর্যস্থ মানুষের পাশে দাঁড়াতে আমাদের এই আয়োজন।