Print Date & Time : 12 September 2025 Friday 7:27 am

বর্ষারাণী

-নকুল শর্ম্মা

বর্ষারাণী সাজলো দেখো
মেঘের ঘোমটা পরে,
টাপুর টুপুর বৃষ্টির নূপুর
তারই অধর ঝরে।

কালো মেঘের শাড়ি পরে
সাজলো অরূপ সাজে,
অঝোর ধারায় আষাঢ় বৃষ্টি
বজ্র বীণা বাজে।

মরা নদী ভরা স্রোতে
ছুটছে কলকলে,
কূল ভাসিয়ে মেঘের সাথে
মনের কথা বলে।