Print Date & Time : 10 May 2025 Saturday 9:35 pm

বশেফমুবিপ্রবির গাড়ির স্টাফকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

ইয়াসির আরাফাত, বশেফমুবিপ্রবিঃ জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসের স্টাফকে শহরের পাঁচ রাস্তা মোড়ে মারধরের ঘটনা ঘটেছে।

এর প্রতিবাদে বুধবার বিকেল আড়াইটার দিকে প্রায় দেড় ঘণ্টা শহরের ব্যস্ততম সড়ক পাঁচ রাস্তা মোড় অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে সেনাবাহিনী ও পুলিশের তৎপরতায় ৩ জনকে আটক করার পর অবরোধ প্রত্যাহার করে নেয় তারা।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জানায়, দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীদের নিয়ে মেলান্দহের মালঞ্চ এলাকার বিশ্ববিদ্যালয় থেকে শহরে আসছিল একটি বাস। পাঁচ রাস্তা মোড়ে আসার পর ৩ টার দিকে ৪-৫ জন যুবক জোর করে বাসে উঠতে গেলে তাদের বাধা দেওয়া হয়। এসময় বাসটির হেলপার কামালকে মারধর করে যুবকগুলো। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এরপর সেখানেও কয়েকজন যুবকের হামলার শিকার হয় তারা। এতে আন্দোলন আরও উত্তপ্ত হয়। পরে এই ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করা হলে অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালের পরিবহন পুলের আহ্বায়ক সহকারী অধ্যাপক ড. আল মামুন সরকার বলেন, “কিছু দুর্বৃত্ত আমাদের স্টাফসহ শিক্ষার্থীর ওপর আক্রমণ করে। শিক্ষার্থীরা পরে সড়ক অবরোধ করে রাখে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে চলে যায়।”

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল আতিক বলেন, “শিক্ষার্থীদের বুঝিয়ে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”