Print Date & Time : 10 May 2025 Saturday 4:21 pm

বশেফমুবিপ্রবি দিবস উদ্‌যাপিত

ইয়াসির আরাফাত, বশেফমুবিপ্রবিঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (প্রস্তাবিত জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৮ম বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ উপস্থিত ছিলেন৷

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বশেফমুবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, জামালপুরের জেলা প্রশাসক হাসিনা বেগম, জামালপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আবুল কালাম আজাদ, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ ড. মো. হারুন অর রশিদ ও জেলা পুলিশ সুপার মুহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দুই শিক্ষার্থীকে প্রথমবারের মতো ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়া ২০২১ ও ২০২২ সালের পরীক্ষায় ভালো ফলাফলের জন্য বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মাঝেও অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে বিকেলে শুরু হয় জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের উপর সাংস্কৃতিক পরিবেশনা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা৷ তবে জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীনের’ পরিবেশনার কথা থাকলেও যাত্রাপথে বিলম্বনা ও নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে রাত সাড়ে ৯ টার দিকে অনুষ্ঠান স্থগিত ঘোষণা করেন উপাচার্য৷ এতে শিক্ষার্থীরা ক্ষোভে ফেঁসে উঠলে ও প্রতিবাদ জানালে উপাচার্য শীতের ছুটির আগে আরেকটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আশ্বাস দেয়৷