![](https://dailydeshtottoh.com/wp-content/uploads/2022/05/12-1.jpg)
আবদুর রশীদ চৌধুরী
তৃণমূল সাংবাদিকতায় ভূমিকা রাখায় ‘বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১’ পাচ্ছেন কুষ্টিয়ার প্রবীণ সাংবাদিক আবদুর রশীদ চৌধুরী। আগামী ৩০ মে তাঁর হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেবেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ।
বসুন্ধরা গ্রুপের আয়োজনে বসুন্ধরা মিডিয়া এ্যাওয়ার্ড-২০২১ সারাদেশে ৬৪ জন গুণী সাংবাদিককে প্রদান করা হবে। আবদুর রশীদ চৌধুরী ৩৬ বছর ধরে কুষ্টিয়া থেকে প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা দৈনিক বাংলাদেশ বার্তা পত্রিকা সম্পাদনা করে আসছেন। তিনি সাপ্তাহিক জাগরণী ও দি উইকলি বাংলাদেশ রিভিউ পত্রিকারও সম্পাদক।
এছাড়াও তিনি ১৯৮১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র কুষ্টিয়া জেলা সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ১৯৬০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত দৈনিক সংবাদ এর জেলা বার্তা পরিবেশক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
এবি//দৈনিক দেশতথ্য//মে ২৬,২০২২//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post