দেশের সর্ববৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার ঘটনায় সোমবারও রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। এসব কর্মসূচিতে হত্যাচেষ্টার পরিকল্পনাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ঢাকা: বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টা ও পরিকল্পনাকারী হুইপ সামশুল হক চৌধুরী ও তার পুত্র শারুনকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে রাজধানীর গুলশানবাসী।
বেলা ১১টার দিকে গুলশান-২ গোল চত্বর সংলগ্ন শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়।
মানববন্ধন আয়োজন করে গুলশান থানা এলাকাবাসী। এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধনে উপস্থিত ছিলেন সুজন,মানিক মিয়া, জয়নাল আবেদীন, বাবু, হেলাল উদ্দিন বেপারী, সোলায়মান আকন্দ, মিলন হোসেন প্রমুখ।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনার, সোনারগাঁয়ের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যমকর্মী, উপজেলা শুভসংঘ ও এলাকাবাসীর উদ্যোগে সোনারগাঁ থানা প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন করা হয়।
বরিশাল: একই দাবিতে বরিশালেও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বেলা ১১টায় নগরীর সদররোডস্থ অশ্বিনী কুমার হলের সামনে সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
ময়মনসিংহ: গতকাল সকালে নগরীর বড় বাজার এলাকায় সর্বস্তুরের ব্যবসায়ীদের এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে।
খুলনা: গতকাল বেলা ১১টায় মহানগরীর পিকচার প্যালেস মোড়ে প্রথমে মানববন্ধন পরে বিক্ষোভ মিছিল করে খুলনা প্রেসক্লাব প্রাঙ্গণে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। কর্মসূচির আয়োজন করে খুলনার ব্যবসায়ী সংগঠন ও সচেতন নাগরিক সমাজ।
রংপুর: সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টার প্রতিবাদের রংপুরের সাংবাদিক সমাজ মানববন্ধন করেছেন। সোমবার দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বগুড়া: গতকাল সকালে শহরের সাতমাথায় মানববন্ধন করেছে সামাজিক সংগঠন ‘হৃদয়ে বগুড়া’।

লক্ষীপুর: লক্ষীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এমআর মাসুদ বলেন, আমি সরকারের কাছে দাবি জানাবো- ঘটনার পেছনে যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হোক।
নোয়াখালী: নোয়াখালীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের উদ্যোগে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া: বেলা ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে হত্যাচেষ্টা মূলত দেশের উন্নয়নে অবদান রাখা শিল্প গ্রুপগুলোর বিরুদ্ধেই ষড়যন্ত্রের অংশ।
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের সাংবাদিক সমাজের ব্যানারে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে বেলা ১১টার দিকে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সিরাজগঞ্জ: একই দাবিতে সকালে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন চত্বরে এ কর্মসূচি পালিত হয়। এসময় বক্তারা সচেতন নাগরিক হিসেবে আনভীরকে হত্যার পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদের গ্রেপ্তার দাবি করেন।
মানিকগঞ্জ: গতকাল দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধনে অংশ নেন বিভিন্ন সামাজিক, সাংস্কুতিক, ক্রীড়া সংগঠনসহ বিভিন্নস্থরের সাধারণ মানুষ। এ সময় তারা হত্যার নির্দেশদাতাদের গ্রেপ্তারের দাবি জানান।
যশোর: যশোর প্রেসক্লাবের সামনে সর্বস্তরের জনগণের আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী শরীফুল আলম স্বপন।
নাটোর: সকালে শহরের কানাইখালীর নাটোর প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জামালপুর: জামালপুর প্রেসক্লাবের আয়োজনে গতকাল সকালে প্রেসক্লাব প্রাঙ্গণে কর্মসূচি পালিত হয়। এতে জামালপুর প্রেস ক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, ক্যামেরা পারসন ও ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা অংশ নেন।
এসব কর্মসূচি থেকে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টা ও পরিকল্পনাকারী হুইপ সামশুল হক চৌধুরী ও তার পুত্র শারুনকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

Discussion about this post