Print Date & Time : 24 August 2025 Sunday 12:59 pm

বাংলাদেশ আমজনগণ পার্টির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

দেশতথ্য রিপোর্ট: বাংলাদেশ আমজনগণ পার্টির প্রতিনিধি সম্মেলন গতকাল ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। ওই সম্মেলনে পার্টির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন বলেছেন, আমাদের দেশের মূল সমস্যা হচ্ছে, পরিকল্পনাহীন অবকাঠামো, দুর্নীতি পরায়ণ শাসন ব্যবস্থা এবং আইনের শাসন না থাকা।
এসবের প্রতিকার করতেই নিজেই দেশের দায়িত্ব নিতে চাই। শুক্রবার ঢাকায় বিএমএ অডিটরিয়ামে বাংলাদেশ আমজনগণ পার্টির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
একাত্তরের ও জুলাই শহীদ এবং শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, জুলাই যোদ্ধারা দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছেন। তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ড. মোহাম্মদ রফিকুল আমীন বলেন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গড়াই আমাদের মূল লক্ষ্য। আজ আপনারা যারা সম্মেলনে উপস্থিত হয়েছেন, তারা সবাই ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকবেন। তিনি বলেন, মানুষকে সম্পৃক্ত করে এমন রাজনৈতিক দল গঠন করবো, যেখানে ধর্ম ও বর্ণের কোনো বালাই থাকবে না। সবাই মিলে আমরা একজাতি এবং এক সঙ্গে লড়াই করে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলবো। সেই ভাবনা থেকেই রাজনৈতিক দল গঠন করেছি।
স্বৈচারের কবল থেকে আমাদের মুক্তি দিয়েছেন।
সদস্য সচিবের বক্তেব্যে ফাতিমা তাসনিম বলেন, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে মামলা-হামলার শিকার হয়েছি। টিয়ার গ্যাসে ফুসফুস ক্ষতবিক্ষত। সাধারণ মানুষের রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে প্রয়োজন আবারও রাজপথে নামতে কসুর করবো না। তিনি বলেন, রাজনীতির লেভেল এঁটে অনেকে বড় বড় কথা বলে থাকেন, অথচ সবার সন্তানকে বাইরে লেখাপড়া করাচ্ছে। এই নাটক যারা করেছে, তারাই বোরকা পরে দেশ ছেড়ে পালিয়ে গেছে। আমরা জুলাই যোদ্ধা দেশ গড়তে নিজের জীবন বাজী রেখেছি। কোন স্বৈরাচারকে আর দেশের মাটিতে ফিরতে দেবো না।
বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দেন।

এবি//দোনিক দেশতথ্য //