Print Date & Time : 23 August 2025 Saturday 9:33 pm

বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ’র উদ্বোধন

গোফরান পলাশ, কলাপাড়া: বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজের উদ্বোধন করলেন নৌ বাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। শনিবার দুপুরে বানৌজা শের-ই বাংলায় নবনির্মিত বাংলাদেশ নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ, পটুয়াখালী এর উদ্বোধন করেন তিনি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের চেয়ারম্যান নাদিয়া সুলতানা, পায়রা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, নৌবাহিনীর সহকারী নৌ প্রধান রিয়ার এডমিরাল মো: আনোয়ার হোসেন, মংলা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মো: শাহিন রহমান, নৌবাহিনী স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল মারুফ হাসান প্রমূখ। স্কুল উদ্বোধন শেষে নৌ প্রধান স্কুল ক্যাম্পাসে গাছের চারা রোপন করেন এবং ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন।

এর আগে সকাল সাড়ে নয়টার দিকে নৌ প্রধান নৌবাহিনীর এ/২০২৪ ব্যাচের ৪৩৮ জন নবীন নাবিকের বুটক্যাম্প প্রশিক্ষণ শেষে বর্নাঢ্য শিক্ষা সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে তিনি কৃতিত্ব পূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরন করেন।
নৌবাহিনীর এ/২০২৪ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে মোঃ সাইফুর রহমান সাইফ সকল বিষয়ে সর্বোচ্চ নম্বর অর্জন করে সেরা চৌকস নাবিক হিসেবে নৌপ্রধান পদক লাভ করেন। মোঃ আল আবি হুসাম দ্বিতীয় স্থান অধিকার করে কমখুল পদক ও মোহাম্মদ শাহরিয়ার তৃতীয় স্থান অধিকার করে শের-ই- বাংলা পদক এবং মারিয়া আক্তার প্রীতিলতা ওয়াদ্দেদার পদক লাভ করেন।

এসময় নৌবাহিনী প্রধান তার ভাষনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী এবং স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরন করে নবীন নাবিকদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ও নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় হতে প্রাপ্ত সামরিক প্রশিক্ষণ কাজে লাগিয়ে দেশের জাতীয় নিরাপত্তা ও অগ্রগতির পথে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন। জাতির পিতার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নবীন নাবিকরা বাংলাদেশের সমুদ্রসীমার নিরাপত্তা বিধানের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গঠনে অগ্রনী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় নৌপ্রধান (পার্সোনাল), খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, জিওসি ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, পটুয়াখালী ,বরিশাল ও খুলনা অঞ্চলের গন্যমান্য ব্যক্তিবর্গ, উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও নবীন নাবিকদের অভিভাবকগন উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এইচ//