আজ (২৫ মার্চ, শুক্রবার) সকাল ১০টায় বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ এর কেন্দ্রীয় কার্যালয়ে “জাতীয় হোমিওপ্যাথিক সম্মেলন ২০২২” এ বর্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব অধ্যাপক ডঃ মোঃ ফজলুল হক ও বিশেষ অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ডাক্তার মোঃ ফারুক হোসেন।
অনুষ্ঠানে বক্তারা হোমিওপ্যাথদেরকে নিজেদের মানোন্নয়নের সাথে সাথে নিজেদের অধিকার আদায়ে একসাথে কাজ করার আহ্বান জানান। বক্তারা আরো বলেন বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা হোমিওপ্যাথি ডাক্তারাই প্রকৃত আদর্শিক ডাক্তার যারা নিজেদেরকে আর্তমানবতার সেবায় নিবেদিত রেখে একনিষ্ঠ ভাবে কাজ করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ডাঃ মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া।
পরে বিকেল তিনটায় কাউন্সিল অধিবেশনে পরবর্তী তিন বছরের জন্য বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের নতুন কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করা হয়। আগামী তিন বছর বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ডাঃ শেখ ফারুখ এলাহী, সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ডাঃ এ কে এম শহীদ উল্লাহ ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ডাঃ অঞ্জন কুমার দাস।
এবি//দৈনিক দেশতথ্য//২৫ মার্চ, ২০২২//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post