দৌলতপুর প্রতিনিধি : আমরা বিজয়ী প্রজন্ম এই স্লোগানে বাংলাদেশ-৮৮ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্যানেলের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল রবিবার বিকেল ৪টায় দৌলতপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয়।
বাংলাদেশ-৮৮ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্যানেলের সভাপতি ও দৌলতপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তোবারক হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন বাংলাদেশ-৮৮ দৌলতপুর উপজেলা প্যানেলের সদস্য আব্দুল্লাহ আল অজম বিকো, মো. ঝুমুর আলী, শাহীন আলম, জাহিদুল ইসলাম, জেবি, মো. কুদরত ই খোদা সহ অন্যান্য সদস্যবৃন্দ। সভায় বাংলাদেশ-৮৮ দৌলতপুর উপজেলা প্যানেলেকে আরো গতিশীল করাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে অংশ নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৪ ফেব্রুয়ারি ২০২৪

Discussion about this post