Print Date & Time : 25 August 2025 Monday 10:50 am

‘বাংলা ব্লকেড’ শুরু, মহাসড়ক অবরোধে ইবি শিক্ষার্থীরা

ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি: সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বহালে উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে ‘বাংলা ব্লকেড’ এর অংশ হিসেবে মহাসড়ক অবরোধ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। 

রোববার (৭ জুলাই) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মুজিব ম্যুরাল থেকে আন্দোলন শুরু করেন তারা। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মূল ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে সেখানে অবস্থান করেন। এসময় আন্দোলনকারীরা মহাসড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক ব্লক করে দেন।

এসময় তারা ‘বঙ্গবন্ধুর বাংলায়, কোটা প্রথার ঠাই নাই ‘, ‘মুক্তিযুদ্ধের বাংলায় কোটার ঠাই নাই’, ‘কোটা প্রথায় নিয়োগ পেলে, দূর্নীতি বাড়ে প্রশাসনে’, ‘দেশটা নয় পাকিস্তান, কোটার হোক অবসান’, ‘১৮ এর পরিপত্র’ পূনর্বহাল করতে হবে’ সহ নানা স্লোগান দেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ৭১এ দেশ স্বাধীন হয়েছে বৈষম্য থেকে জাতিকে মুক্ত করার জন্য। কিন্তু বর্তমানে কোটা প্রথা বহাল রাখায় সেই বৈষম্যই রয়ে গেছে। তাই আজ একযোগে সারা দেশের শিক্ষার্থীদের বাংলা ব্লকেডের অংশ হিসেবে আমরা আন্দোলনে নেমেছি।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৭ জুলাই ২০২৪