Print Date & Time : 12 September 2025 Friday 10:09 pm

বাউফলে আ’লীগের দু গ্রুপের সংর্ঘষ, আহত ১৫

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী : বঙ্গবন্ধু জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে আজ সকাল ১১ টায় উপজেলায় আওয়ামীলীগের দুইপক্ষের সংঘর্ষে উপজেলা চেয়ারম্যানসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ৬ জনকে বরিশাল নেয়া হয়েছে।বাকিদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, চেয়ারম্যান মোতালেব হাওলাদারের নেতৃত্বে একটি মিছিল বাউফলের সদরের রাস্তা হয়ে উপজেলা চত্বরে দিকে এগিয়ে যায়। সেখানে অবস্থান রত বাউফল সংসদ সদস্য আ স ম ফিরুজের সমর্থকরা অবস্থান করায় পুলিশ মিছিল নিয়ে সামনে আগাতে নিষেধ করে।পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে সামনে গেলে স্থানীয় সংসদ সদস্যের ভাই মনির মোল্লার নেতৃত্বে মিছিলে হামলা চালায় এতে বাউফল উপজেলার চেয়ারম্যান সহ ১৫ জন আহত হয়।

এ বিষয় বাউফল থানার অফিসার্স ইনচার্জ মোঃ মামুন এর সাথে কথা বল্লে তিনি জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//