Print Date & Time : 2 July 2025 Wednesday 10:27 am

বাউফলে চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফলে আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জরুল আলম হাওলাদার এবং বাউফল সদর ইউনিয়নের ছাত্রলীগে নেতা সোহাগ সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজারের মজিবর মেম্বারের দোকান থেকে চেয়ারম্যান মঞ্জুরুল আলমকে এবং একই দিন রাত ৯টায় যৌতা বাজার থেকে সোহাগ সিকদারকে গ্রেপ্তার করা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, মঞ্জুরুল আলম হাওলাদারকে বিস্ফোরক আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি।

এ নিয়ে ডেভিল হান্টের অভিযানে বাউফলে মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ শুক্রবার পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে ।