Print Date & Time : 6 July 2025 Sunday 2:51 am

বাউফলে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী:পটুয়াখালীর বাউফলে নিজ ঘর থেকে একজন বৃদ্ধা বিধবা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার কালাইয়া ইউনিয়নের উত্তর শৌলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত বৃদ্ধা পিয়ারা বেগম (৫৫) ওই গ্রামের মৃত হাসেম মাতুব্বরের মেয়ে।

পুলিশ জানায়, কয়েক বছর আগে পিয়ারা বেগমের স্বামী মারা গেছেন। এরপর থেকে বাবার বাড়িতে একাই থাকতেন তিনি। আজ সকালে প্রতিবেশীরা তার কোনো সাঁড়া না পেলে ঘরের দরজার ফাঁকা অংশ দিয়ে ভেতরে তাকায়। তখন তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহতের দুই ছেলে ও এক মেয়ে সন্তান আছে। তারা সবাই নিজ পরিবার নিয়ে আলাদা বসবাস করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, মরদেহ উদ্ধারের পরে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।