রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী:পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী বাজারে এক ব্যবসায়ীর মোবাইল শপে চুরির ঘটনা কেন্দ্র করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাজারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দ্রুত পুলিশ ক্যাম্প পুনঃস্থাপনের দাবি জানান ব্যবসায়ীরা এবং এলাকাবাসী।
সোমবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে কালিশুরী বাজারের প্রধান সড়কে ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি, ছাত্র-যুবকসহ ৪ শতাধিক মানুষ একত্রিত হয়ে মানববন্ধনে অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী এনায়েত তালুকদারের মালিকানাধীন “তালুকদার মোবাইল শপ” নামের পাইকারি মোবাইল দোকানে গত শনিবার (১৫ মার্চ) ভোর রাতে চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তালা ভেঙে দোকানে প্রবেশ করে, প্রায় ৩০ লাখ টাকা মূল্যমানের ১২৮টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১০টি সার্ভিসিংয়ে আসা মোবাইল ফোন এবং তিন দিনের বিক্রির নগদ ২ লাখ ৭১ হাজার টাকা নিয়ে চলে যায়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কালিশুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দলিল উদ্দিন মোল্লা (ধলু), কালিশুরী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফয়সাল মোল্লা, কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি এটিএম সিদ্দিক, ব্যবসায়ী দুলাল হোসেন এবং বশির মৃধা।
বক্তারা বলেন, কালিশুরী বাজার একসময় পুলিশ ক্যাম্পের আওতায় ছিল, কিন্তু বিগত সরকারের আমলে ক্যাম্পটি তুলে নেওয়া হয়। এরপর থেকে নিরাপত্তাহীনতা বেড়ে গেছে, যার কারণে চুরি, ডাকাতি ও অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। তারা আরও বলেন, এই বাজারটি বাউফলের ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ বাজার হলেও বর্তমানে তা গুরুত্বহীন হয়ে পড়েছে।
ব্যবসায়ী এনায়েত তালুকদার বলেন, “এই বাজারে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ব্যবসায়ীরা চরম আতঙ্কে রয়েছেন। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আরও বড় আন্দোলন করা হবে।”
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, “বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে টহল পুলিশ বাড়ানো হবে এবং পুলিশ ক্যাম্প পুনঃস্থাপনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভুক্তভোগীকে মামলা করার জন্য অভিযোগ দিতে বলা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সিসি ক্যামেরা ফুটেজ দেখে ৩-৪ জনের চেহারা চিহ্নিত করা হয়েছে, তবে তাদের সনাক্ত করা সম্ভব হয়নি।”

Discussion about this post