শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট, ৪ এপ্রিল \
লালমনিরহাটে খেলার সময় বল কুড়াতে গিয়ে বাড়ির সেপটিক ট্যাংকে পড়ে ওয়াজেদুল ইসলাম তারিফ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে লালমনিরহাট ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজের ৮ ম শেণির ছাত্র ছিল।
বুধবার (৩ এপ্রিল) রাতে লালমনিরহাট পৌরসভার বিডিআর হাট মহল্লায় এই নির্মম ঘটনাটি ঘটে। কিশোর ওয়াজেদুল ইসলাম তারিফ লালমনিরহাট পৌরসভার বিডিআর হাট মহল্লার বাসিন্দা ও বেকারী খাদ্য সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান হট ফুড ল্যান্ডের মালিক লেবু মিয়ার পুত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির উঠানে একা ফুটবল খেলছিল কিশোর ওয়াজেদুল ইসলাম তারিফ। এ সময় সেপটিক ট্যাংকের উপরে বলটি চলে যায়। বলটি আনতে গিয়ে সেপটিক ট্যাংকের ঢাকনা ভেঙে ভেতরে পড়ে গিয়ে নিখোঁজ হয়। বাড়ির লোকজন তাৎক্ষণিক সেপটিক ট্যাংকের ভেতর হতে উদ্ধারে চেষ্টা করে ব্যর্থ হয়।
পরে খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের একটি দল এসে সেপটিক ট্যাংক থেকে তারিফকে উদ্ধার করে। পরে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৪ এপ্রিল ২০২৪

Discussion about this post