ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. হাফিজুল ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাথে অসদাচরণ ও হেনস্তার অভিযোগ উঠেছে।
পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২৬৬তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক বাৎসরিক ইনক্রিমেন্ট বাতিলসহ এক বছরের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল রোববার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ সূত্রে, বিভাগের শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে উপাচার্য কর্তৃক গঠিত তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী গত ২২ ডিসেম্বর ২০২৪ অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৬৬ তম (সাধারণ) সভার ৪৪ নং সিদ্ধান্ত মোতাবেক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির (4) i (b) ও (৫) ধারা মোতাবেক তাঁকে বাৎসরিক একটি ইনক্রিমেন্ট বাতিল করা হলো এবং তাঁকে সিন্ডিকেট সভায় ২২ ডিসেম্বর ২০২৪ থেকে এক বছরের বাধ্যতামূলক ছুটি প্রদান করা হলো।
প্রসঙ্গত, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যক্তিগত জীবন নিয়ে হেনস্থা, ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি, ব্যক্তিগত রুমে নিয়ে শিক্ষার্থীদের শারীরিকভাবে নির্যাতন, ইচ্ছাকৃতভাবে ফলাফল খারাপ করে দেওয়া এবং সমকামীতাসহ গুরুতর অভিযোগ করেন বিভাগটির শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা অভিযুক্ত হাফিজুর ইসলামকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ করে এবং তার কুশপুত্তলিকা টাঙিয়ে জুতা নিক্ষেপ ও আগুনে পুড়িয়ে দেয় বিভাগের শিক্ষার্থীরা। পরে তারা উপাচার্যের কাছে লিখিত অভিযোগ করলে একটি তদন্ত কমিটি গঠন করেন ইবি উপাচার্য।
প্রিন্ট করুন
Discussion about this post