এটি এক ধরনের অর্কিড। কমন নাম হল মাংকি অর্কিড, সায়েন্টিফিক Dracula simia এর কিছু অদ্ভুত বৈশিষ্ট্য আছে, যেমন এর ফুল থেকে আপনি পাকা কমলার ঘ্রাণ পাবেন, অনেক বেশি আদ্রতা ছাড়া এটা হয়না। আমাদের দেশে পাবেন না এর দেখা ন্যাচারালি পাওয়া যায় পেরু এর ক্লাউড ফরেস্ট এ।


Discussion about this post