Print Date & Time : 14 March 2025 Friday 2:07 am

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৪দিন বাড়লো

স্থানীয় ও বিদেশি পর্যটকদের বান্দরবান ভ্রমণের নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৪দিন বাড়া‌নো হ‌য়ে‌ছে। রোয়াংছড়ি, রুমা, আলীকদম এবং থানচি‌তে আগামী মঙ্গলবার (৮ নভেম্বর) পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

শুক্রবার (৪ নভেম্বর) দুপু‌রে জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জি স্বাক্ষ‌রিত জনস্বার্থে প্রকা‌শিত এক গণবিজ্ঞপ্তির মাধ‌্যমে বিষয়‌টি জানানো হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, জেলার রুমা-রোয়াংছড়ি, থানচি ও আলীকদম উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের জেলার এ চার উপজেলা ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এর আগে ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে রুমা-রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন। ২৩ অক্টোবর সন্ধ্যা থেকে ৩০ অক্টোবর পর্যন্ত আলীকদম-থানচিসহ চার উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। পরে তা বাড়িয়ে ৪ নভেম্বর পর্যন্ত করা হয়। আজ পুনরায় এ নিষেধাজ্ঞা বৃদ্ধি করে তা আগামী ৮ নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় রুমা-রোয়াংছড়ি ও থানচি-আলীকদমে পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ০৫,২০২২//