Print Date & Time : 12 September 2025 Friday 12:29 am

বাবাকে খেতে না দেওয়ায় স্বামী স্ত্রী’র দ্বন্দে স্বামীর আত্মহত্যা

কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ভবানিপুর গ্রামে বাবাকে ভাত দেওয়া নিয়ে স্বামী স্ত্রীর দ্বন্দ্বে আবদুর রহিম (৩৮) নামে বিষপানে আত্মহত্যার ঘটেছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৭টায় কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ভবানিপুর গ্রামে রহিমের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আবদুর রহিম কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের ছলেমান ফারাজির ছেলে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, গত ২৪ আগষ্ট সাপের কামড়ে মা ও শিশু মৃত্যু হলে স্ত্রী ও কন্যাকে হারিয়ে তার স্বামী ইব্রাহিম এক পর্যায়ে অসহায় হয়ে পড়ে। পরবর্তীতে রহিমের ছোট ভাই ইব্রাহিম তার বাবাকে বড় ভাইয়ের কাছে খেতে বলে। দু এক দিন খাবার দেওয়ার পরে রহিমের বাবাকে খাবার দেওয়া নিয়ে রহিমের সাথে রহিমের স্ত্রীর মাঝে মাঝে ঝগড়া হয়। আজ সকালে তার স্ত্রীর সাথে ঝগড়া হওয়ার একপর্যায়ে দোকান থেকে বিষ কিনে এনে রহিম সেবন করে। পরবর্তীতে বিষপানের কথা জানাজানি হলে রহিমের নিকটতম আত্মীয়-স্বজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। ভর্তি হওয়ার একপর্যায়ে রহিমের মৃত্যু হয়।

এ বিষয়ে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ তাপস কুমার সরকার বলেন, কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন থেকে বিষ পান করা রহিম নামে একজন ভর্তি হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় রোগীটির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৬ সেপ্টেম্বর ২০২৩