Print Date & Time : 26 July 2025 Saturday 4:12 pm

বাবাকে মারধরের অভিযোগে ছেলে গ্রেপ্তার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় নিজ পিতাকে মারধরের অভিযোগে রুফুল মিয়া (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রুফুল মিয়া বাবনিয়া গ্রামের নওয়াব উল্লাহর ছেলে।

কুলাউড়া থানা সূত্রের বরাতে জানা যায়, রুফুল মিয়া প্রায় সময়ই তার বৃদ্ধ পিতা নওয়াব উল্লাহকে মারধর করত। গতকাল বুধবার (২৩শে জুলাই) তিনি তার পিতাকে মারধর করলে এলাকাবাসীর থানা পুলিশে খবর দেয়।

পরবর্তীতে এএসআই আরিফুল ইসলামের নেতৃত্বে কুলাউড়া থানা পুলিশ রুফুল মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওমর ফারুক জানান, রুফুল মিয়াকে আইনি প্রক্রিয়া শেষে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।