মিরপুরে বাবার মরদেহ দাফন করেই এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে পরীক্ষার্থী সিয়াম আহমেদ। অশ্রুসজল চোখে পরীক্ষা দেয়ার সময় সিয়াম বারবার চোখ মুছছিল।
বৃহস্পতিবার (১১ মে) মিরপুর উপজেলার ধুবইল পুকুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সিয়ামের বাবা শহিদুল ইসলাম ফুতু বুধবার (১০ মে) রাত ১২টায় হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গিয়েছে। তিনি পেশায় একজন পেঁয়াজ বিক্রেতা।
জানা যায়, দিনগত রাতে সিয়ামের বাবার মৃত্যুর পর সিয়াম সারারাত তার বাবার মরদেহের পাশে বসে ছিল। পড়াশোনা করনি কিন্তু সকালে পরীক্ষার হলে বসতে হয়েছে। সিয়ামের বাবার উপরেই ছিল তাদের সংসার।
দেশজুড়ে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় বন্ধুদের সাথে হাসিমুখে পরীক্ষা কেন্দ্রে যেতো সিয়াম। বৃহস্পতিবার চোখ মুচতে মুচতে পরীক্ষা দিতে ঘর থেকে বের হয় সিয়াম আহমেদ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন বলেন, বিষয়টি আমার জানা নেই। মাত্রই আমি খবর পেলাম। তবে আমার জানা মতে শিক্ষার্থী ভালো ভাবেই পরীক্ষা দিয়েছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১১ মে ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post