Print Date & Time : 23 August 2025 Saturday 1:53 pm

বাবুল হত্যা মামলার ৭ আসামিকে কারাগারে প্রেরণ

মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাঘায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের হত্যা মামলায় ৭ আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার (২৮ জুন) দুপুরে আসামীদের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা সোয়েব খান ২৩ জুন তাদের রিমান্ড আবেদন করলে বৃহস্পতিবার (২৭ জুন) আদালত আসামিদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ মামলায় গ্রেফতার ৭ আসামিকে এক দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, ২২ জুন সকাল ১০টায় আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অর্ধশত নেতাকর্মী সমর্থক আহত হন। এরই মধ্যে সংঘর্ষে আহত আওয়ামী লীগ নেতা বাবলু চারদিন রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জুন তিনি মারা যান।

তার মৃত্যুর খবরে বাঘা-বানেশ্বর মহাসড়কে বাঘা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শত শত নেতাকর্মী একত্রিত হয়ে মাথায় সাদা কাপড় বেঁধে ৩ ঘন্টা সড়ক অবরোধ করে।

মামলার প্রধান আসামী পৌর মেয়র আক্কাছ আলীসহ সকল আসামীদের ফাঁসির দাবিতে সড়কে রাস্তার দুই পাশে টায়ার জ্বালিয়ে, ফেস্টুন, ব্যানার, পোষ্টার নিয়ে বিক্ষোভ করে।

দৈনিক দেশতথ্য//এইচ//