ইরফান উল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় অযৌক্তিক এবং বৈষম্যমূলক ফি নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের শিক্ষার্থীরা।
এসময় তারা বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষার ফি ৪০২০ টাকা থেকে কমানোর দাবি জানান।
সোমবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করে আইন অনুষদভুক্ত আইন, আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ এবং ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা।
এসময় তারা বলেন, বার কাউন্সিল পরীক্ষায় অযৌক্তিক ফি বাতিল চাই। আমরা কোন অন্যায় আবদার করছি না। বৈষম্যহীন ফি চাওয়া আমাদের অধিকার। বিসিএস সহ অন্যান্য পরিক্ষার ফির সাথে মিল রেখে বার কাউন্সিলের ফি নির্ধারণ করতে হবে। আমরা অধিকাংশই সাধারণ পরিবারের সন্তান। এতে আমাদের আবেদন করতে হিমশিম খেতে হয়। টাকা ধার করে আবেদন করতে হয়। অনেক শিক্ষার্থী এই অতিরিক্ত ফির কারণে আবেদনই করতে পারেন না। আমরা যদি বিভিন্ন বৈষম্যের কারণে কাঙ্ক্ষিত লক্ষ্যে না যেতে পারি তাহলে দেশের সেবা করবো কিভাবে।
আল ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মনিরুজ্জামান মনির বলেন, আইনের শিক্ষার্থীদের আশ্রয়স্থল হলো বাংলাদেশ বার কাউন্সিল। এই বার কাউন্সিলই যদি অযোক্তিক বৈষম্যমূলক সিদ্ধান্ত নেয় তাহলে তারা কোথায় গিয়ে দাঁড়াবে। যেখানে জনপ্রশাসন মন্ত্রনালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অনুসারে বিসিএস আবেদন ফি ৭০০ টাকা এর পরিবর্তে কমিয়ে ২০০ টাকা করা হয়েছে এবং নবম গ্রেড তদূর্ধ্ব চাকুরির আবেদন ফি ২০০ টাকা করা হয়েছে। যেখানে বার কাউন্সিল এনরোলমেন্ট আবেদন ফি ৪০২০ টাকা করা সম্পূর্ণ অযৌক্তিক। বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষাজীবন শেষ করে পেশাগত জীবনে পদার্পণ করার জন্য এটা বড় বাধা বলে আমি মনে করি।তাই বাংলাদেশ বার কাউন্সিল কে বার কাউন্সিল এনরোলমেন্ট (এডভোকেটশীপ) পরীক্ষার ফি শিক্ষার্থীদের নাগালে রেখে ২০০ টাকা পর্যন্ত ফি নির্ধারণ করার আহ্বান জানাচ্ছি। নাহলে আমরা নিয়মতান্ত্রিক উপায় দাবি আদায়ে অগ্রসর হবো।