সিলেটের বালাগঞ্জে কুশিয়ারা নদী থেকে এক ব্যক্তির (২৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ অক্টোবর) সকাল ৯ টার দিকে বালাগঞ্জ বাসষ্টেশন খেয়াঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবসী সুত্রে জানা যায়, বুধবার সকাল ৯ টার দিকে বালাগঞ্জ বাসষ্টেশন খেয়াঘাটে লাশটি দেখতে পেয়ে বালাগঞ্জ থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে বালাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশটি ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। তার পরিচয় জানা যায়নি।
এসময় উপস্থিত ছিলেন ওসমানী নগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমাপ্রসাদ চক্রবর্ত্তী, পরিদর্শক (তদন্ত) মোঃ ফয়েজ আহমদ।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমাপ্রসাদ চক্রবর্ত্তী লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন ধারণা করা হচ্ছে ১৫/১৬ দিন আগে মারা গেছেন। তারা বয়স আনুমানিক ২৫/ ২৬ বছর হবে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৫ অক্টোবর ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post