Print Date & Time : 24 August 2025 Sunday 1:45 am

বালাগঞ্জে প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা

 সিলেট অফিস : সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আর প্রতীক পেয়েই ভোটের মাঠে জোর প্রচারণায় নেমেছেন প্রার্থীরা।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেটের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মেজবাহ উদ্দিন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ করেন।

বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর কাপ পিরিছ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া আনারস, বর্তমান ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন ঘোড়া প্রতীক পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আলী আছগর বৈদ্যুতিক বাল্ব, মুস্তাক উদ্দিন আহমদ চশমা, মোঃ মশাহিদ আলী তালা ও নুরে আলম মাইক প্রতীক পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি ফুটবল ও অর্পনা রানী দেব কলস প্রতীক পেয়ছেন।

এদিকে, প্রতীক বরাদ্ধ পাওয়ার পর পরই নিজেদের কর্মী সমর্থকদের নিয়ে জোর প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। গণসংযোগ ও পথসভা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন।

উল্রেখ্য, আগামী ২৯ মে বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৩ মে ২০২৪