সাথী, রাজবাড়ী প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর, নবাবপুর, বহরপুর, জামালপুর, নারুয়া ও বালিয়াকান্দি সদরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের আয়োজনে শনিবার ১৭জুলাই সকাল থেকে ঈদ-উল-আযহা উপলক্ষ্যে গরীব অসহায় ও কর্মহীন পরিবারের মধ্যে চাউল বিতরণ শুরু করা হয়েছে।
উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ১৯শত ১৮জন, ইসলামপুর ২১শত ৭১জন, নবাবপুর ২৬শত ৩১জন, বহরপুর ২৩শত ৯৬জন, জামালপুর ২হাজার ৯০জন, নারুয়া ১৭শত ৮৯জন ও জঙ্গল ১৩৯০ জন সর্বমোট ৭টি ইউনিয়নের গরীব অসহায় ১৪হাজার ৩শত ৮৫টি পরিবারের প্রত্যেকে ১০কেজি করে ফিজি এফের চাউল বিতরণ শুরু করা হয়েছে। এছাড়াও নারুয়া ইউনিয়নে ৩শত কর্মহীন পরিবারের মধ্যে প্রত্যেককে ১০কেজি করে চাউল বিতরণ করা হয়।
চাউল বিতরণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, ইসলামপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, নবাবপুর ইউপি চেয়ারম্যান আবুল হাসান আলী, বহরপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, নারুয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালামসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ইউপি সদস্যবৃন্দ ও সুবিধাভোগী পরিবারের লোকজনের উপস্থিতিতে গরীব অসহায় ও কর্মহীন পরিবারের প্রত্যেককে ১০কেজি করে চাউল বিতরণ শুরু করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা জানিয়েছেন, উপজেলার ৭টি ইউনিয়নের সর্বমোট ১৪হাজার ৩শত ৮৫টি গরীব অসহায় পরিবারের মধ্যে ঈদ-উল-আযহা উপলক্ষ্যে প্রত্যেককে ১০কেজি করে চাউল বিতরণ শুরু করাসহ নারুয়া ইউনিয়নের ৩শত কর্মহীন পরিবারের মধ্যে প্রত্যেককে ১০কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।