রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা মৎস্য অধিদপ্তরে বাস্তবায়নে গতকাল বুধবার দুপুরে উপজেলা চত্বরে সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ করা হয়েছে।
চলতি ২০২৩-২৪ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় বর্ষায়প্লাবিত জলাশয় দেশীয় জাতের মাছের পোনা অবমুক্ত করেন রাজবাড়ী ২আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
এ সময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজদ, জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, বালিয়াকান্দি সদর ইউপি চেয়ারম্যান আলমগীর বিশ্বাসসহ মৎস্য দপ্তরের কর্মকর্তাববৃন্দ ও সুদীজনের উপস্থিতিতে একশত কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৭ সেপ্টেম্বর ২০২৩

Discussion about this post