Print Date & Time : 25 August 2025 Monday 10:20 pm

বালিয়াকান্দিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাথী,রাজবাড়ী প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভাতছালা গ্রামে গত শনিবার সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে পা ধুঁতে গিয়ে সোলায়মান শেখ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মৃতের পরিবার জানান, উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভাতছালা গ্রামের নাসির শেখের ছেলে সোলায়মান শেখ,বাড়ির পাশের পুকুরে হাত পা ধুঁতে গিয়ে পা পিছলে পড়ে যায়। পরিবারের লোকজন খোজাখুজির এক পর্যায়ে পুকুরে ভেসে থাকা অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়।