রাজবাড়ী প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা হেল্পলাইন (অনলাইন) গ্রুপ এর পক্ষ থেকে ভিক্ষুক ও অসহায় দরিদ্র ৭৩টি পরিবারের মাঝে শীতবস্ত্র (লেপ) বিতরণ করা হয়েছে। বালিয়াকান্দি শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠ চত্বরে গতকাল সোমবার সকালে শীতবস্ত্র (লেপ) বিতরণে উপজেলা হেল্পলাইনের এ্যাডমিন আকরাম হোসেনের সভাপতিত্বে ও এ্যাডমিন আব্দুর রাজ্জাকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখের উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, জঙ্গল ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান কল্লোল কুমার বসু, শিক্ষক মনির আজম মুন্নু প্রমুখ। এ সময় সুধীজনেরা ও সুবিধা ভোগী পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Discussion about this post