Print Date & Time : 12 September 2025 Friday 10:06 pm

বালিয়াকান্দিতে শিক্ষার গুনগতমান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের শালমারা নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সকালে শিক্ষার গুনগতমান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মীর আক্তার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদার, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক হেসেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন,বালিয়াকান্দি সদর ইউপি সদস্য মহাসিন, সহকারী শিক্ষক আনিচুর রহমান প্রমুখ। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২২ মে ২০২৩