Print Date & Time : 5 July 2025 Saturday 6:30 pm

বালিয়াকান্দিতে শীতবস্ত্র বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা মানবতার মাতৃসদন যুব সংগঠনের আয়োজনে গতকাল রবিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনয়নের গরীব, অসহায় একশত পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসানের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অজয় কুমার হালদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাসিনা ফাহমিদা বানু প্রমুখ। এ সময় রাজবাড়ী জেলা শাখার সভাপতি হাসান আলী ও উপজেলা শাখার সদস্যবৃন্দ সহ সুবিধাভোগী পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।