Print Date & Time : 3 August 2025 Sunday 11:23 am

বালিয়াকান্দিতে সহকারী মৎস্য কর্মকর্তা রবিউল হকের বিধায় সংবর্ধনা

সাথী,রাজবাড়ী প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি প্রেসক্লাবের আয়োজনে গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রবিউল হকের বদলী জনীত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি মোঃ আতিয়ার রহমান আতিকের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মোঃ ফারুক হোসেনের পরিচালনায় বিধায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা মেডিকেল কলেজের সহকারী অধ্যপক ডাঃ আব্দুল-আল-সাঈফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ আলমগীর বিশ্বাস, বালিয়াকান্দি সরকারী কলেজের ভূগোল বিভাগের প্রধান মোঃ আলিম-আল-রািজ, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরুপম চৌধুরী, বিশিষ্ট ঠিকাদার সঞ্জয় চৌধুরী রতন, বালিয়াকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন বুলু, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজম্ম সংসদের সভাপতি রিমন, মহিলা সম্পাদীকা সাথী বেগম প্রমুখ। এ সময় বালিয়াকান্দি প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।