Print Date & Time : 10 May 2025 Saturday 4:12 pm

বিএনপিপন্থী আইনজীবীর বিরুদ্ধে আদালত ঘেরাওয়ের হুমকি

রাশেদুজ্জামান, জেলা প্রতিনিধি নওগাঁ:
নওগাঁয় বিএনপিপন্থী আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবু জাইদ মো. রফিকুল আলমের বিরুদ্ধে আদালত ঘেরাওসহ বিচারকদের হুমকি দেওয়ায় অভিযোগ উঠেছে।

গত বুধবার (২৭ নভেম্বর) দুপুরে আদালত চত্বরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ হুমকি দেন। পরে ওই বক্তব্যের একটি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফুঁসে উঠেন ম্যাজিস্ট্রেটরা।

এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে রবিবার (০১ ডিসেম্বর) বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম।
একই সাথে ১০ কর্মদিবসের মধ্যে ওই আইনজীবীর পিপিশীপ ও সনদ বাতিল চেয়ে বার কাউন্সিল এবং সুপ্রিম কোর্ট বরাবর চিঠি দিয়েছে সংগঠনটি।

এছাড়াও সোমবার (০২ ডিসেম্বর) এ ঘটনায় পিপি রফিকুল আলমের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থ্যা গ্রহণে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর লিখিত অভিযোগ করেছেন নওগাঁর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম। যেখানে প্রতিস্বাক্ষর করেছেন আরও ৭ জন ম্যাজিস্ট্রেট।

বিবৃতির একটি অংশে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবু জাইদ মো. রফিকুল আলমের বক্তব্যটি ‘দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২’ , ‘দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস্, ১৯৭২’ এবং ‘বাংলাদেশ বার কাউন্সিল ক্যানন্স অব প্রফেশনাল কনডাক্ট এন্ড এটিকেট’ এর স্পষ্ট লঙ্ঘন এবং এমন কর্মকান্ড ‘দ্য পেনাল কোড, ১৮৬০’সহ ‘আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২’ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়।

বলা হয় ‘এমন বক্তব্যের প্রদানের পর তিনি পাবলিক প্রসিকিউটর পদে থাকার আইনগত ও নৈতিক অবস্থান হারিয়েছেন।

এ ঘটনার পরেও তিনি স্বপদে বহাল থাকলে তা বিচারকদের সাহসিকতা এবং স্বাধীনভাবে কাজ করার পরিবেশকে ব্যাহত ও বিনষ্ট করবে। তাই আবু জাইদ মো. রফিকুল এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ আগামী ১০ কর্মদিবসের মধ্যে পাবলিক প্রসিকিউটরের (পিপি) পদ থেকে অপসারণ করতে হবে’।

এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিও বিশ্লেষণ করলে বক্তব্যের একাংশে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবু জাইদ মো. রফিকুল আলমকে বিচারকদের উদ্দেশ্যে বলতে দেখা যায়, ‘আপনারা আওয়ামীলীগের সময় নিয়োগপ্রাপ্ত হয়েছেন। আমি এনএসআই, ডিজিএফআই, এসবি, দেশের আইন শৃঙ্খলা বাহিনীদেরকে বলবো আপনারা আমার কথা লিপিবদ্ধ করবেন, সরকারকে জানাবেন।

নওগাঁতে কিছু বিচারক আছেন, সে সকল বিচারক আওয়ামীলীগের এমপি-মন্ত্রীর ভাগিনা, ভাতিজা। বিচারকরা ভাল ব্যাখ্যা দেন। বদমায়েশী করার জায়গা পান নাই? জনতা-ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে খুনি হাসিনা হিন্দুস্থ্যানে পালিয়েছে। আপনাদের পালানোর জায়গা হবে না। বিচারকদেরকে আবারো বলবো, ম্যাজিস্ট্রেটদেরকে আবারো বলবো, যদি আপনাদেরকে ঘেরাও করে তার দায়-দায়িত্ব আপনাদেরকে নিতে হবে।

নওগাঁ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বলেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় সারাদেশের ন্যায় নওগাঁয় ওইদিন বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছিলো। সেখানে অংশ নিয়ে ব্যক্তিগত আক্রোশ থেকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে করে আপত্তিকর বক্তব্য দিয়েছেন অ্যাডভোকেট রফিকুল। তাৎক্ষণিক তার এই ধরনের বক্তব্যের প্রতিবাদ জানানো হয়েছে। এ বক্তব্যের দায় তার নিজেরই নিতে হবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নওগাঁ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবু জাইদ মো. রফিকুল আলম বলেন, ফ্যাসিজমকে সহযোগীতা করতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন কিছু সংখ্যক ম্যাজিস্ট্রেট। ৫ আগস্টের আগে আমাদের বিএনপি নেতাকর্মীদের জামিন অযৌক্তিকভাবে নামঞ্জুর করলেও বর্তমানে আওয়ামীলীগদের ঢালাওভাবে জামিন দিচ্ছেন তারা। এর প্রতিবাদ করায় তারা এখন আমার পেছনে লেগেছে। সুপ্রিম কোর্ট তলব করলে আমি অবশ্যই আমার অবস্থান থেকে ব্যাখ্যা দিবো।