বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপির আন্দোলন সংগ্রাম শেষ, তাদের নিয়ে ভাবনার কিছু নেই। সোমবার বেলা ১১টায় কুষ্টিয়ার কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনের বিজ্ঞান মেলার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বিদ্যালয় হোক বিজ্ঞান শিক্ষার আনন্দময় কর্মকান্ডের কেন্দ্রবিদু- শিরোনামে বেসরকারি সংস্থা ফেয়ারের আয়োজনে কুষ্টিয়া সদরের ৩০ টি বিদ্যালয়ের অংশগ্রহণে এ বিজ্ঞান মেলা শুরু হয়েছে। মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় বিজ্ঞান শাখায় শিক্ষার্থীর ভর্তির হার কমে যাওয়া ঠেকাতে এ মেলার আয়োজন করা হয়েছে।
উদ্বোধন শেষে হানিফ বলেন, বিদেশিদের দিয়ে সরকারের পতন ঘটানোর ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় বিএনপি নেতারা এখন হতাশায় আছেন। এ সময় অন্যান্যের মধ্যে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে একটি ব্যাংকের স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন হানিফ।
খালিদ সাইফুল,দৈনিক দেশতথ্য ,২০ মার্চ ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post