নওগাঁ প্রতিনিধি:
ঘড়ির কাটা আড়াইটার ঘরে। এর মধ্যেই শিক্ষার্থী শূন্য বিদ্যালয়। তবে শিক্ষার্থী না থাকলেও আছে বিএনপির নেতাকর্মী। ইউনিয়ন বিএনপি আলোচনা সভার আয়োজন করায় নির্ধারিত সময় চারটার আগেই বিদ্যালয় ছুটি দেওয়ার ঘটনা ঘটেছে। নওগাঁর বদলগাছী লাবণ্য প্রভা পাইলট কমিউনিটি গার্লস হাইস্কুলে এই ঘটনা ঘটে।
সোমবার (২০শে জানুয়ারী) দুপুর ২.৩০ মিনিটে ওই স্কুলে গিয়ে এই দৃশ্য দেখা যায়।
অভিযোগ নিয়মনীতির তোয়াক্কা না করে নির্ধারিত সময়ের আগে বিদ্যালয়ের পাঠদান বন্ধ করে ছুটি দেওয়া হয় শিক্ষার্থীদের। বিএনপির আলোচনা সভা উপলক্ষে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সিদ্ধান্তে বিদ্যালয়টি ছুটি ঘোষণা করা হয় বলে জানা যায়।
এ নিয়ে উপজেলা জুড়ে চলছে আলোচনা ও সমলোচনার ঝড়, সৃষ্টি হয়েছে ক্ষোভের। তবে প্রধান শিক্ষক বলছেন সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত স্কুল চলেছে। আর সহকারী শিক্ষক বলছেন সকল বই না থাকায় এবং শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় ছুটি দেওয়া হয়েছিল। অপরদিকে সংশ্লিষ্টরা বলছেন অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খোঁজ নিয়ে জানা যায়, সোমবার বদলগাছী সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের একটি অংশ আলোচনা সভার আয়োজন করে বদলগাছী লাবণ্য প্রভা পাইলট কমিউনিটি গার্লস হাইস্কুলে। সেই জন্য দুপুরের দিকেই স্কুল ছুটি দেওয়া হয়। কিন্তু সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত বিদ্যালয় চলার কথা থাকলেও ইউনিয়ন বিএনপির একটা অংশের আলোচনা সভা উপলক্ষে বিদ্যালয়টি নির্ধারিত সময়ের আগে ছুটি দেওয়া হয়। ফলে স্থানীয়দের মধ্যে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া।
খোঁজ নিয়ে আরও জানা যায়, মহাদেবপুর ও বদলগাছী উপজেলা নিয়ে নওগাঁ-৩ আসন। এই আসনের জন্য একাধিক নেতা বিএনপির হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণে ব্যস্ত তারা। এবং সভা-সমাবেশ ও জানান দিচ্ছে। তাদেরই একজন জেলার মহাদেবপুর উপজেলার পারভেজ আরেফিন সিদ্দিকী জনি। মূলত জনির গ্রুপ এই আলোচনা সভার আয়োজন করে।
ছুটির কারণ জানতে চাইলে ঠিক মতো বলতে পারেনি ওই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। তারা শুধু বলছেন স্কুলে কি যেন আলোচনা মিটিং আছে, তাই আমাদের তাড়াতাড়ি ছুটি দিয়েছে।
স্থানীয় সচেতন মহল বলছেন এরকম কর্মকান্ড শিক্ষকদের কাছে কখনোই কাম্য নয়। যেকোন আলোচনা সভা হতেই পারে, সেটা স্কুল বন্ধ হওয়ার পর। তবে রাজনৈতিক আলোচনা সভার জন্য স্কুল নির্ধারিত সময়ের আগেই ছুটি দিবে এটা কোনভাবেই হতে পারে না।
আলম নামে এক অভিভাবক বলেন, রাজনৈতিক আলোচনা হতেই পারে, সেটা ছুটির পরেও করা যায়। কিন্তু পাঠদান বন্ধ করে স্কুল ছুটি দেওয়া মোটেও ঠিক হয়নি।
এ বিষয়ে ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজমুল হোসেন বলেন, শিক্ষার্থীদের সকল বই না থাকায় এবং শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় প্রধান শিক্ষকের নির্দেশে বিদ্যালয় দুপুর ৩ টায় ছুটি দেওয়া হয়েছে।
এ বিষয়ে সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হাসান বলেন, স্কুল বন্ধের পর বিকাল চারটায় পারভেজ আরেফিন জনি গ্রপের আলোচনা সভা হওয়ার কথা ছিলো। পরে হয়েছে কিনা আমি জানি না।
এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মুঠোফোনে জানান, নির্ধারিত সময়ের এক মিনিট আগেও স্কুল বন্ধ হয়নি। এখন সময় রাত ৭:৪৬ মিনিট। আমি এখনো স্কুলেই আছি। গর্বের সহিত বলেন তিনি।
মঙ্গলবার ২১ জানুয়ারি সকালে জানতে চাইলে বদলগাছী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম মুঠোফোনে বলেন, সকাল নয়টা থেকে বিকাল চারটার মধ্যে স্কুল ছুটি দেওয়ার নিয়ম নেই। আমি তারুণ্যের উৎসব নিয়ে ব্যস্ত আছি। বিষয়টি জানার পর বিদ্যালয়ে খোঁজ নিয়েছি, তারা বলেছে চারটার সময় ছুটি দেওয়া হয়েছে। তারপরও আজ খোঁজ নিব, যদি তারা নিয়ম ভঙ্গ করে তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল মুঠোফোনে বলেন, আমি শিক্ষা ব্যবস্থাকে উন্নত ও প্রসার ঘটনোর জন্য কাজ করে যাচ্ছি। কেউ শিক্ষা প্রতিষ্ঠানে যেমন দেরিতে এসে আগে যেতে পারে না, ঠিক তেমনি কোন প্রধান শিক্ষক পাঠদান বন্ধ রেখে স্কুল বন্ধ দিতে পারেনা। প্রধান শিক্ষক যাদেরকে জায়গা দিয়েছে তাদের কোন অস্তিত্ব নেই। তিনি বিএনপির মধ্যে গ্রুপিং সৃষ্টির জন্য উঠেপড়ে লেগেছে। এই জন্য কিছু উচ্ছৃঙ্খল ও নেশাখোর ছেলেদের বিএনপির নাম দিয়ে স্কুলে জায়গা দিয়ে বিতর্কিত করেছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।
জানতে চাইলে নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি দিয়ে কোন আলোচনা সভার আয়োজন করার সুযোগ নেই জানিয়ে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি মুঠোফোনে বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post