Print Date & Time : 10 May 2025 Saturday 3:29 pm

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে ফুলেল শুভেচ্ছা

দৌলতপুর প্রতিনিধি :  বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার যুবদল নেতা বকুল মালিথার পক্ষ থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

রবিবার (১০ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে এ শুভেচ্ছা জানানো হয়।

বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, দীর্ঘ পনের বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে দেশের সকল ক্ষেত্রে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে রেখেছিল।ছাত্র- জনতা ও লাখো বিএনপি নেতাকর্মীদের সাহসী ও সময়োপযোগী ভূমিকার কারণে বাংলাদেশ আজ ফ্যাঁসিবাদ মুক্ত হয়েছে। এখন দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার আলোকে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে সকলকে নিয়োজিত হতে হবে।দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব,গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সকলকে দেশের কল্যাণে কাজ করতে হবে।এছাড়াও যুবদল নেতা বকুল মালিথাকে রাজনৈতিক বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন তিনি।

এহ/10/11/24/ দেশ তথ্য