শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: সরকারি কাজে বাধা ও বিস্ফোরক আইনে খুলনার ফুলতলা উপজেলা বিএনপির আহবায়কসহ১৭ জন নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
শনিবার (০৮ এপ্রিল) এ মামলাটি দায়ের করা হয়।
পুলিশ সূত্রে জানাযায় জানায়, শনিবার (০৮ এপ্রিল) সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপি অবস্থান ধর্মঘট কর্মসূচির ডাক দেয়। সে অনুযায়ী উপজেলা বিএনপির আহবায়ক প্রফেসর ডাঃ গাজী আব্দুল হকের নেতৃত্বে শনিবার সকাল সাড়ে১১টায় জামিরা সড়কে কর্মসূচি পালনের চেষ্টা করে নেতা-কর্মীরা।
এ সময়পুলিশের অনুমতি না থাকায় পুলিশ বাধা দিলে কর্মসূচি পালনের ব্যার্থ হয় তারা।
সর্বশেষ এ ঘটনায় বিস্ফোরক ও সরকারি কাজে বাধা দেয়ায় এসআই রফিকুল ইসলাম বাদি হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামী করে একটি মামলা
দায়ের করেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
প্রিন্ট করুন
Discussion about this post