সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন শেখ হাসিনা সরকারের পতনের আগে বিএনপি কখনোই তাদের পাতানো কোন নির্বাচনে অংশ নিবেনা।
শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে নওগাঁর সাপাহার উপজেলা বিএনপির আয়োজনে কারানির্যাতিত নেতা কর্মিদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন ৭ জানুয়ারির একতরফা ডেমি নির্বাচন করতে ২৮ অক্টোবরে এই হাসিনা সরকার রাষ্ট্র তন্ত্রকে ব্যবহার করে বিএনপির একটি শান্তিপূর্ন সমাবেশে হামলা চালিয়ে সমাবেশকে পন্ড করেছে।
আমিনুল হক আরোও বলেন, বর্তমানে দেশের সব মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। মনে হচ্ছে, মানুষকে শেখ হাসিনার দুঃশাসন থেকে মুক্ত করতে মুক্তিযুদ্ধের মতো আরেকটি যুদ্ধ করতে হবে। দেশের প্রতিটি অংশ কারাগারে পরিণত হয়েছে। বিএনপি সবসময় সাধারণ মানুষের সঙ্গে আছে।
সাপাহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুন নূর এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিতি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সদস্য এ্যাডভোকেট মাহমুদুস্ সালেহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলার বিএনপির সংগ্রামী নেতা নুরুল ইসলাম, পোরশা উপজেলার বিএনপির সাবেক সহ সভাপতি তৌফিকুর রহমান প্রমূখ।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post