মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা:
কুষ্টিয়ার মিরপুরে স্থানীয় বিএনপির এক নেতার শশুর বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও একটি বোমা উদ্ধার করা হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) ভোরে উপজেলার মালিহাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর আলামীন বুলবুলের শশুর বাড়ি আবুরী গ্রামে যৌথবাহিনীর অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর আলামীন বুলবুলের শশুর বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় তার শশুর বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও একটি ককটেল বোমা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও বোমা মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ওসি জানান, অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় পাওয়ার কারণে এ ব্যাপারে কোন মামলা দায়ের করা হয়নি।
এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা নুর আলামীন বুলবুল বলেন, কেউ চক্রান্ত করে আমার শ্বশুর বাড়ির ছাদে এসব অস্ত্র গুলি রেখে এসে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।
Discussion about this post