নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের(BMUJ)নওগাঁ জেলা শাখার ২০২৩-২০২৫ মেয়াদে ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক লাখো কন্ঠ,অপরাধ জগত,নওগাঁ জেলা প্রতিনিধ,খোরশেদ আলম।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ঢাকা প্রতিদিন,ডেইলি নিউজ মেইল, সিএনএন বাংলা টেলিভিশনের
নওগাঁ জেলা প্রতিনিধি,সোহেল রানা।
এছাড়াও সহ-সভাপতি পদে গোলাম রসুল বাবু(দৈনিক সোনালী সংবাদ)ও ওবাইদুল হক(দৈনিক অবজারভার)নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার(২৮ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রিয় সভাপতি,সাধারণ সম্পাদক এই কমিটি ঘোষণা করেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-যুগ্ম সম্পাদক পদে হাবিবুর রহমান হাবিব (মোহনা টেলিভিশন), সামিনুর রহমান সামীম(দৈনিক ঢাকা প্রকাশ, সাংগঠনিক সম্পাদক পদে রুহুল আমিন (দৈনিক যায়যায়দিন),আব্দুর রাজ্জাক (চ্যানেল বাংলা,বাংলাদেশের খবর)ও অর্থ সম্পাদক পদে রকিবুল ইসলাম (সময় টেলিভিশন)।
এছাড়া দপ্তর সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ (বাংলাদেশ কন্ঠ) প্রচার সম্পাদক ইউনুস আলী ফাইন
(পিবিএ এজেন্সি)
পরিবেশ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম ( গণকণ্ঠ), ক্রীড়া সম্পাদক শামীম হোসেন (এই বাংলা), সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নাদু (বাংলাদেশ সমাচার)
কমিটির কার্যনির্বাহী সদস্য পদে,এম আর রকি(সময় টেলিভিশন), রাকিব হোসেন রকি (দৈনিক প্রতিদিনের সংবাদ), আহসান হাবীব ( দৈনিক স্বদেশ প্রতিদিন),শাকিল আহমেদ ( প্রথম সূর্যোদয়),মেরাজ হোসেন (গণমুক্তি),আব্দুর রাজ্জাক(ভোরের সময়) রানা সরদার (অগ্নি শিক্ষা),নূর ইসলাম (ভোরের চেতনা),আল ফাহাদ (যায়যায় কাল) নির্বাচিত হয়েছেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post