Print Date & Time : 21 August 2025 Thursday 11:58 pm

বিএমটিএ কুষ্টিয়া জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

কুষ্টিয়া : বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ) কুষ্টিয়া জেলা শাখার সম্মেলন ২০২৪ আজ শুক্রবার কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার তার বক্তব্যে বলেন, “চিকিৎসা সেবার মানোন্নয়নে মেডিকেল টেকনোলজিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের পেশাগত দক্ষতা উন্নত করতে বিএমটিএ-এর কার্যক্রম আরো বিস্তৃত ও আধুনিক হওয়া প্রয়োজন।”

বিশেষ অতিথি হিসাবে কুষ্টিয়া জেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ তার বক্তব্যে উল্লেখ করেন, “সঠিক ব্যবস্থাপনা ও প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে দেশের চিকিৎসা ব্যবস্থা আরো কার্যকরী হতে পারে। মেডিকেল টেকনোলজিস্টরা এই প্রক্রিয়ায় নেতৃত্ব দিতে পারেন।”

কুষ্টিয়া জেলা বিএনপি’র সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বলেন, “স্বাস্থ্য প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে মেডিকেল টেকনোলজিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ বাড়ানো দরকার।”
অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম। সম্মেলনের সভাপতিত্ব করেন মোঃ মোমিনুল হক এবং সার্বিক তত্ত্বাবধান করেন সৌরভ হোসেন রিঙ্কু।

সম্মেলনে বক্তারা বিএমটিএ-এর ভূমিকা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।