দৌলতপুর বিএল কলেজ পুকুর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের মরদেহের পরিচয় মিলেছে। মো: নাইমুর রহমান তন্ময় নামের ওই যুবক খালিশপুর নয়াবাটি এলাকার জনৈক আমীর হোসেনের ছেলে ও দৌলতপুর দিবা নৈশ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র
ছিলেন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামাল বলেন, সিআইডি’র ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তারা ওই যুবকের পরিচয় নিশ্চিত হয়েছেন। পরবর্তীতে তার পরিবারের সাথে যোগাযোগ করেন ।
তিনি বলেন, মৃত ওই যুবক খুলনা দৌলতপুর দিবা নৈশ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি গানবাজনা করতেন। পারিবারের বরাত দিয়ে তিনি বলেন ওই যুবক নেশাগ্রাস্থ ছিলেন। তবে তার মৃত্যু কিভাবে হয়েছে ময়না তদন্ত রিপোর্ট না আসা প্রর্যন্ত তা সঠিকভাবে বলা যাচ্ছে না।
এর আগে, মঙ্গলবার (২৫ এপ্রিল) দৌলতপুর বিএল কলেজ পুকুর থেকে ওই যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।
দৌলতপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো: আবু জাফর জানান, তন্ময় ঈদের আগের দিন দুুপুর দেড়টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে যাননি। তিনি নিখোঁজ ছিলেন। তবে তার মৃত্যু কিভাবে হয়েছে তা জানা যায়নি, তার শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। মরদেহের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে তার মৃত্যুর কারণ জানাযাবে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৫ এপ্রিল ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post