Print Date & Time : 11 September 2025 Thursday 1:28 pm

বিএসএফের ৭ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশে

বিজিবি-বিএসএফ’র উচ্চ পর্যায়ের চার দিনের সীমান্ত সম্মেলনে যোগ দিতে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ৭ সদস্যের একটি প্রতিনিধি দল আজ
শনিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে হরিদাসপুর পেট্রাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন।

বিএসএফ’র সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী আয়্যুষ মানি তিওয়ারি, আইপিএস এর নেতৃত্বে ৭ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশে এসেছেন।
প্রতিনিধি দলের সাথে আরও আছেন ভারতীয় বিএসএফ নর্থ
বেঙ্গল ও গৌহাটি ফ্রন্টিয়ারের আইজিগণ ছাড়াও সংশ্লিষ্ট সেক্টরের ডিআইজিগণ, বিএসএফের স্টাফ অফিসারবৃন্দ, ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ।

প্রতিনিধি দলটি বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট নো-ম্যান্স ল্যান্ডে আসলে বিজিবির সেক্টর কমান্ডার মামুনুর রশিদ তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

সীমান্ত সমন্বয় সম্মেলন আজ দুপুরে যশোরে শুরু হচ্ছে।বিজিবি’র রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম এর নেতৃত্বে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করবেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আহম্মেদ জামিল হাসান জানান, যশোরের ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদরে ২ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা হবে। ৫ সেপ্টেম্বর আলোচনা শেষে প্রতিনিধি দলটি
বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরে যাবেন।

সম্মেলনে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়ন, দুই বাহিনীর মধ্যে বিদ্যমান পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য বৃদ্ধি, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, সীমান্ত পথে অবৈধ অস্ত্র ,অনুপ্রবেশ, চোরাচালান, মাদক, নারী-শিশু পাচার প্রতিরোধসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হবে বলেও তিনি জানান।

দৈনিক দেশতথ্য//এইচ/