Print Date & Time : 10 May 2025 Saturday 5:53 pm

বিজয় দিবস উদযাপন করলো ইউনিটি অফ ডি-ফাইভ

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া):কুষ্টিয়ার দৌলতপুরে বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন ডি-ফাইভ খলিসাকুন্ডি নামে একটি সংগঠন।

সোমবার দুপুরে উপজেলার পিপুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দৌলতপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান হাবলু মোল্লা।
এসময় মানিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের সমন্বয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা রাজীব আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দৌলতপুরের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তারিক আল মামুন জাপান।
এসময় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ইউনিটি অফ ডি-ফাইভ খলিসাকুন্ডি’র অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া পর দেশের বিভিন্ন জায়গা থেকে আগত স্বনামধন্য শিল্পীরা মনোগ্য সংগীত পরিবেশন করেন।