কুষ্টিয়ায় বিদ্যুৎ সেবাখাতে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অংশীজনের অংশগ্রহনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় পশ্চিমা ল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কর্তৃপক্ষ (ওজোপাডিকো লি:) কুষ্টিয়া অ লের আয়োজনে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তত্বাবধায়ক প্রকৌশলী জাহান-ই-শবনম।
প্রধান অতিথি ছিলেন ওজোপাডিকো লি: এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এইচ এম মহিউদ্দিন, প্রকৌশলী আরিফুর রহমান। এসময় অংশগ্রহনকারী আবাসিক, বানিজ্যিক ও শিল্পখাতের গ্রাহকগণ প্রযুক্তি নির্ভর ভোগান্তিমুক্ত, নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবায় সন্তোষ প্রকাশ করার পাশাপশি নবায়নযোগ্য বিদ্যুৎ সংযোগকে স্বল্পমূল্যে সহজতর প্রাপ্তির দাবি করেন। সভায় উপস্থিত ছিলেন ওজোপাডিকো লি: কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলার নির্বাহী প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তাগণ। মতবিনিময় সভা শেষে ব্যবস্থাপনা পরিচালক এএইচএম মহিউদ্দিন ওজোপাডিকো লি: কুষ্টিয়া চত্বরে সদ্য নির্মিত প্রযুক্তি নির্ভর ৩৩/১১ কেভি উপকেন্দ্রটি পরিদর্শন করেন।
ওজোপাডিকো লি: কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী ফজলে রাব্বি জানান, ‘কুষ্টিয়া অ লের খাজা নগরে সদ্য নির্মিত উপকেন্দ্রটি চালু করার মধ্যদিয়ে একদিকে ওই শিল্পা লের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত হবে একই সাথে শহরা লের গ্রাহকদেরও মানসম্মত বিদ্যুৎ সেবা ইতোমধ্যেই নিশ্চিত করা হয়েছে। তবে এখনও যেসব ছোট খাটো ত্রæটির কারনে গ্রাহক সেবার সম্ভাব্য বিচ্যুতি গুলি সনাক্ত করা হয়েছে সেগুলিও উত্তোরনে সব রকম প্রয়াস চালিয়ে যাচ্ছে ওজোপাডিকো লি: কুষ্টিয়া অ লের বিক্রয় ও বিতরণ বিভাগ’।
এসময় গ্রাহক সেবার চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন, খাজা নগরের চালকল মালিক সমিতির নেতা জয়নাল আবেদিন সাধু, দেশএগ্রো মালিক আব্দুল খালেক, দাদা রাইচ মিলের মালিক আরশাদ আলী, সাংবাদিক হাসান আলী প্রমুখ।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৪ অক্টোবর ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post