ঢাকা অফিস : করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৃতীয় দিনের মতো সারা দেশে পালিত হচ্ছে বিধিনিষেধ। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলেই নানা ধরনের পুলিশি ঝামেলায় পড়তে হচ্ছে। এমন পরিস্থিতিতেও ঢাকা মহানগরের বিভিন্ন সড়কে মানুষ ও ব্যক্তিগত পরিবহনের চাপ বেড়েছে। অনেক স্থানে পুলিশের চেকপোস্ট ঢিলেঢালা হওয়ায় অবাধে মানুষ চলাফেরা করতে দেখা গেছে। রোববার ঢাকা মহানগরের বিভিন্ন স্থান ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন শাহিদুর রহমান। মোটরসাইকেল চালিয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসছিলেন অফিসের কাজে। তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিকের সামনে দিয়ে যাওয়ার পথে পুলিশের চেকপোস্টে তাকে আটকানো হয়। দায়িত্বরত পুলিশ সদস্যরা তার মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে রেজিস্ট্রেশন কার্ড দেখাতে না পারায় ১২০০ টাকার মামলা দায়ের ও নগদ আদায় পরে পুলিশ।
শাহিদুর রহমান জানান, আজ থেকে অফিসের কাজ শুরু হয়েছে। এ কারণে সকালে অফিসের কাজে বেরিয়েছেন। মোটরসাইকেলের রেজিস্ট্রেশনের জন্য টাকা জমা দিলও অফিশিয়াল কাগজপত্র পাননি।
আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা মামুন শেখ ব্যক্তিগত গাড়ি নিয়ে মতিঝিল যাওয়ার পথে পুলিশের চেকপোস্টে আটকা পড়েন। বাইরে বের হওয়ার কারণ জানতে চাইলে তিনি জানান, রোববার থেকে ব্যাংক খুলেছে। সকালে অফিসে আসলেও এখন জরুরি কাজে মতিঝিল যাচ্ছেন। পরে তাকে যেতে দেয়া হয়।
তেজগাঁও সরকারি পলিটেকনিকের সামনে বসানো চেকপোস্টের দায়িত্বরত ট্রাফিক পুলিশ মাসুম বলেন, ‘প্রয়োজন ছাড়া ব্যক্তিগত পরিবহন নিয়ে তেমন কেউ রাস্তায় বের হচ্ছেন না। প্রয়োজন ছাড়া কেউ বের হলে তাকে শনাক্ত করে সরকারি বিধিনিষেধ অমান্য করায় মামলা দেয়া হচ্ছে।’
এই চেকপোস্টের পাশে বিজিপ্রেসের সামনে বসানো হয়েছে আরেকটি পুলিশ চেকপোস্ট। সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সার্জেন্ট শংকর ও মঞ্জুরুলের সঙ্গে কথা হলে তারা জানান, অন্যদিনের চাইতে রোববার সকাল থেকে সড়কে পরিবহনের চাপ কিছুটা বেড়েছে। আজ থেকে ব্যাংক খুলেছে। ব্যাংকের কর্মকর্তারা ব্যক্তিগত গাড়িতে চলাফেরা করছেন।
এছাড়া জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিরা রাস্তায় চলাফেরা করছেন। জরুরি প্রয়োজন ছাড়া তেমন কাউকে জিজ্ঞাসা করে পাওয়া যায়নি। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত একটি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।
অন্যদিকে মিরপুর, বিজয় সরণি, মহাখালী, মৎস্য ভবনসহ মহানগরের বিভিন্ন এলাকায় ঘুরে কিছু জায়গায় দেখা গেছে চেকপোস্ট বসানো হলোও সেখানে জিজ্ঞাসাবাদ ছাড়াই অবাধে যানবাহন চলাচল করছে।

Discussion about this post