বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৭ জানুয়ারি একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর এক সাধারণ সভা পূর্ব গোমদন্ডী ৩নং ওয়ার্ডে সংগঠনের কার্যালয়ে আয়োজন করা হয়।
উক্ত সভায় সংগঠনের সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক বিপ্লব জলদাস এর সঞ্চালনায় সভাপতি অনুপম বড়ুয়া পারুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাস, কোসাধ্যক্ষ কালিপদ দাস, কার্যনির্বাহী সদস্য অর্পিতা ঘোষ, প্রীতি দাস, পিউ দাস প্রমুখ।
সভায় আগামী ১০ই জানুয়ারী বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্য কোনো সিদ্ধান্ত না থাকায় সভাপতি মহোদয় সভা সমাপ্ত ঘোষণা করেন। বিজ্ঞপ্তি

Discussion about this post